Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বড় কিছু সংগ্রামের মাধ্যমেই পেতে হয়: মির্জা ফখরুল


২৯ এপ্রিল ২০১৯ ১৫:৫১ | আপডেট: ২৯ এপ্রিল ২০১৯ ১৫:৫২

ঢাকা: বড় কিছু পেতে হলে সংগ্রামের মাধ্যমেই পেতে হয়— বিষয়টি দলীয় কর্মীদের স্মরণ করিয়ে দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক প্র্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কারাবন্দি খালেদা জিয়া ও যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দীন টুকুর মুক্তির দাবিতে বৃহত্তর ময়মনসিংহ ফোরাম এ প্রতিবাদ সভার আয়োজন করে।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আন্দোলন, লড়াইয়ের কোনো বিকল্প নাই। বড় কিছু পেতে হলে সংগ্রামের মধ্যেই পেতে হয়।’

দলের সাংগঠনিক দুর্বলতার কথা স্বীকার করে তিনি বলেন, ‘আমাদের হতাশ হবার কোনো সুযোগ নেই। আমাদের বুঝতে হবে আমরা অত্যন্ত কঠিন সংগ্রামের মধ্য দিয়ে এগোচ্ছি। আমরা আশা করি শক্তিশালী সংগঠনের মধ্য দিয়ে আমরা আমাদের লক্ষে পৌঁছাতে পারব।’

আমরা এখন আর বক্তব্যের মধ্যে থাকতে চাই না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘কিছু কাজ করতে চাই। সংগঠনকে আরো শক্তিশালী করে ডাইনামিক সংগঠনে পরিণত করে দেশনেত্রীর মুক্তি, গণতন্ত্রের মুক্তি এবং আমাদের নেতাদের মুক্তির জন্য আমরা আন্দোলন করতে চাই।’

সরকার সুচিন্তিতভাবে একদলীয় শাসনের দিকে যাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা সেইভাবে প্রতিরোধ করতে পারিনি। কারণ আওয়ামী লীগ সমস্ত রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নজিরবিহীন নির্যাতন, নিপীড়ন চালিয়েছে। আপনাদের বুঝতে হবে ফ্যাসিস্টের বিরুদ্ধে গণতান্ত্রিক লড়াই সব সময় অসামঞ্জস্য হয়।’

মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান সময় খুব কঠিন সময়। তাই সংগ্রামও খুব কঠিন। এই সংগ্রামকে হাসি-খেলার মধ্য দিয়ে উত্তরণ সম্ভব নয়। আজ আমরা যদি আন্তর্জাতিক রাজনীতির দিকে তাকাই, তাহলে দেখব সব জায়গায় কর্তৃত্ববাদ প্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্র পিছিয়ে যাচ্ছে। যারা গণতন্ত্রের কথা বলেন, তারা সেইভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারছেন না।’

বিজ্ঞাপন

৯০’র গণঅভ্যুত্থান আর ২০১৯ এক নয় মন্তব্য করে তিনি বলেন, ‘এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে এবং মাথায় রেখেই আমাদের পরবর্তী রণকৌশল নির্ধারণ করতে হবে। আর এর জন্য ভাবতে হবে, পড়তে হবে। আন্তর্জাতিক বিশ্ব সম্পর্কে জানতে হবে। আমাদের চিন্তা করতে হবে বর্তমান পেক্ষাপটে সংগঠনকে কীভাবে আরও শক্তিশালী করা যায়।’

বেগম খালেদা জিয়া ভীষণ অসুস্থ উল্লেখ করে তিনি বলেন, ‘বেগম জিয়া এতোটা অসুস্থ যে আমি বর্ণনা করতে পারব না। আমি নিজে গিয়ে দেখেছি তাকে। তিনি নিজে বিছানা থেকে উঠতে পারেন না। তাকে সাহায্য করতে হয়। হাঁটতে পারেন না, হুইলচেয়ারের চলতে হয়। খেতে পারেন না। তার শরীর একদম ভালো নেই।’

বিএনপি’র কেন্দ্রীয় নেতা শামসুজ্জামান সুরুজের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপদেষ্টা আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালসহ অন্যরা।

সারাবাংলা/এজেড/এমও

খালেদা জিয়ার মুক্তি মির্জা ফখরুল সংগ্রাম সুলতান সালাহউদ্দীন টুকু

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর