দিল্লির কেমিক্যাল ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন (ভিডিও)
২৯ এপ্রিল ২০১৯ ১৪:২৫ | আপডেট: ২৯ এপ্রিল ২০১৯ ১৪:২৬
ভারতের দক্ষিণ দিল্লির নারিনা এলাকার একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দেশটির ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট। সোমবার (২৯ এপ্রিল) স্থানীয় সময় সকাল ১১টা ৩০ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর হিন্দুস্থান টাইমসের।
আরও পড়ুন: সেনা-ছদ্মবেশে শ্রীলংকার পাঁচ স্থানে আবারও হামলার আশঙ্কা
আগুনের ঘটনায় এখনো হতাহতের তথ্য নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঘটনাস্থলে রয়েছেন দিল্লির ফায়ার সার্ভিস প্রধান অতুল গর্গ।
Seems heavy fire in #Naraina #Pray4Safety @timesnow @abpnewstv @abpnewshindi @aajtak pic.twitter.com/Vl5QsxLyPW
— Pritpal Sodhi 3.0 (@pritpalsodhi) April 29, 2019
টুইটারে প্রকাশিত ভিডিওতে দেখা যায় আগুনের ধোঁয়ায় ছেয়ে গেছে কয়েক শ ফুট আকাশ। আশেপাশের স্থানীয়দের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
এদিকে, কেমিক্যাল ফ্যাক্টরিতে আগুনের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বিজেপির আইনপ্রণেতা মীনাক্ষী লক্ষী। ফ্যাক্টরিতে পর্যাপ্ত হাইড্রেন্ট না থাকায় আগুনের মাত্রা ছড়াচ্ছে বলে দুষছেন তিনি।
সারাবাংলা/এনএইচ