বসিলার জঙ্গি আস্তানার আগুন নিয়ন্ত্রণে
২৯ এপ্রিল ২০১৯ ১১:৩২ | আপডেট: ২৯ এপ্রিল ২০১৯ ১২:৪৩
ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের বসিলার জঙ্গি আস্তানার আগুন নিভে গেছে।
এর আগে, সোমবার (২৯ এপ্রিল) সকাল ১১টার দিকে হঠাৎ করেই জঙ্গি আস্তানার ওই বাড়িটির ভেতর থেকে কালো ধোঁয়া দেখা যায়। এরপরই সেখানে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের একটি ইউনিট।
রোববার (২৮ এপ্রিল) দিনগত রাত তিনটা থেকে ওই বাড়িটি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখে র্যাব। পরে সেখানে দুই দফায় বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এছাড়া র্যাব ও জঙ্গিদের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটে।
সারাবাংলা/ইউজে/জেডএফ
অগ্নিকাণ্ড আগুন জঙ্গি আস্তানা বসিলা বসিলায় জঙ্গি আস্তানা বসিলার জঙ্গি আস্তানা র্যাবের অভিযান