Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বসিলায় জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও র‌্যাবের, বিস্ফোরণ


২৯ এপ্রিল ২০১৯ ০৬:২৫ | আপডেট: ২৯ এপ্রিল ২০১৯ ১২:৪৪

টিনশেড এই একতলা বাড়িটিতে আস্তানা গাড়ে জঙ্গিরা।

ঢাকা: রাজধানীর বসিলা মেট্রো হাউজিং এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘেরাও করেছে র‌্যাব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার (২৮ এপ্রিল) দিবাগত রাত সোয়া ৩টার দিকে বাড়িটিতে র‌্যাব গেলে ভেতর থেকে গোলাগুলির শব্দ পাওয়া যায়। পরে ভোর ৫টার দিকে সেখানে বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

র‌্যাব-২-এর এসপি মহিউদ্দিন ফারুকি সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জঙ্গি থাকতে পারে— এমন তথ্যের ভিত্তিতে মেট্রো হাউজিংয়ের নির্মাণাধীন একটি বাড়িতে আমরা গিয়েছিলাম। একটু সময় নিয়ে সেখানে লোকবল বাড়ানো হয়। ভোর ৫টার দিকে ওই বাড়ির ভেতরে বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পাই।

বিজ্ঞাপন

আরও পড়ুন: জঙ্গি আস্তানা সন্দেহ: ঘটনাস্থলে কমান্ডো টিম, আটক ২

এসপি মহিউদ্দিন আরও বলেন, আমরা পুরো এলাকা কর্ডন করে রেখেছি। দিনের আলোয় সেখানে অভিযান চালানো হবে। এ বিষয়ে আর কোনো তথ্য জানাতে পারেননি তিনি।

র‌্যাব গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ সাংবাদিকদের বলেন, আমরা ওই বাড়ি ঘিরে ফেললে ভেতর থেকে গুলি চালানো হয়। আমাদের বিশেষজ্ঞ টিমকে খবর দেওয়া হয়েছে। তারা এলে অভিযান চালানো হবে।

সারাবাংলা/টিআর

জঙ্গি আস্তানা বসিলা বসিলায় জঙ্গি আস্তানা র‌্যাবের অভিযান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর