লিটারে ২ টাকা কমলো তীর সয়াবিন তেলের দাম
২৯ এপ্রিল ২০১৯ ০১:১৬ | আপডেট: ২৯ এপ্রিল ২০১৯ ০১:৪৪
ঢাকা: আসছে রমজান মাস উপলক্ষে তীর অ্যাডভান্স বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি দুই টাকা কমিয়েছে সিটি গ্রুপ। বর্তমানে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ধরা হয়েছে ১০২ টাকা, যা আগে ছিল ১০৪ টাকা। ২৮ এপ্রিল থেকে এই দাম কার্যকর করা হয়েছে। একই অনুপাতে দাম কমেছে একই ব্র্যান্ডে ২ লিটার ও ৫ লিটার তেলের দামও।
বাণিজ্য সচিবকে দেওয়া সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহার সই করা এক চিঠিতে সয়াবিন তেলের দাম কমানোর বিষয়টি জানানো হয়।
চিঠিতে বলা হয়, গত ২৮ এপ্রিল থেকে তীর অ্যাডভান্স বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ২ টাকা কমানো হয়েছে। এখন থেকে বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম ১০২ টাকা, দুই লিটার ২০২ টাকা এবং ৫ লিটার ৫০০ টাকা। যা আগে ছিল যথাক্রমে ১০৪ টাকা, ২০৬ টাকা এবং ৫১০ টাকা।
চিঠিতে আরও বলা হয়, বর্তমান তেলের ইনভয়েস মূল্য এক লিটার ৯০ টাকা, দুই লিটার ১৭৮ টাকা ও পাঁচ লিটার ৪৪৫ টাকা, যা আগে ছিল যথাক্রমে ৯২ টাকা, ১৮২ টাকা ও ৪৫৫ টাকা।
সারাবাংলা/এইচএ/টিআর