নোয়াখালীতে কিশোরী ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক
২৮ এপ্রিল ২০১৯ ২২:০৫ | আপডেট: ২৮ এপ্রিল ২০১৯ ২২:১০
নোয়াখালী: জেলার সদরের কালাদার ইউনিয়নের আনন্দবাজার এলাকায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে শহিদ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। সুধারাম থানায় ভুক্তভোগী কিশোরী মামলাটি দায়ের করেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন অভিযুক্ত শহিদ (২৪) কে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, সদরের পশ্চিম এওজবালিয়া গ্রামের শফিউল্ল্যার ছেলে শহীদ প্রেমের সম্পর্ক ছিল কিশোরীর সঙ্গে। বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে নিয়ে শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় প্রথমে সুবর্ণচর এলাকায় ধর্ষণ করে। পরে সদর উপজেলার আনন্দ বাজার এলাকাতে ধর্ষণ করে।
এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে সুধারাম থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে বলে জানান ওসি।
সারাবাংলা/এসবি