বঙ্গবীরের চোখে অস্ত্রোপচার
২৮ এপ্রিল ২০১৯ ১৪:০৬ | আপডেট: ২৮ এপ্রিল ২০১৯ ১৪:১৩
ঢাকা: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম-এর বাম চোখের ছানি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।
রোববার (২৮ এপ্রিল) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. জাফর খালেদ ফ্যাকো সার্জারির মাধ্যমে অস্ত্রোপচার সম্পন্ন করেন।
অস্ত্রোপচার শেষে সকাল ১১টার দিকে মোহম্মদপুরের বাসায় ফিরে যান বঙ্গবীর।
দুবছর আগে নয়াদিল্লিতে তার ডান চোখের অপারেশন হয়। দ্রুত সুস্থতার জন্য তিনি সকলের দোয়া চেয়েছেন।
কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীর স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সারাবাংলা/এজেড/এমআই