Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রে ইহুদি উপাসনালয়ে বন্দুক হামলায় নিহত ১


২৮ এপ্রিল ২০১৯ ০৯:৪৪

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এক ইহুদি উপাসনালয়ে (সিনাগগ) বন্দুকধারীর হামলায় অন্তত এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন। পুলিশের বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (২৭ এপ্রিল) ক্যালিফোর্নিয়ার পোওয়ে শহরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় এক ১৯ বছর বয়সী তরুণকে গ্রেফতার করা হয়েছে। তার নাম জন আরনেস্ট। তার বিরুদ্ধে এক মাস আগে এক মসজিদে হামলা চালানোর অভিযোগও রয়েছে।

বিজ্ঞাপন

হামলার সময় সিনাগগটিতে ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠান পাসওভার উদযাপন করা হচ্ছিল।

সান ডিয়েগো কাউন্টি শেরিফ বিল গোরে জানান, পোওয়ের চাবাদ সিনাগগে স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে একটি ‘এআর ১৫’ মডেলের আক্রমণ রাইফেল দিয়ে হামলা চালায় হামলাকারী। এ সময় নিকটেই অবস্থানকারী এক টহল পুলিশকর্মী তাকে উদ্দেশ্য করে গুলি ছুড়লে সে নিজের গাড়িতে করে পালিয়ে যায়।

শেরিফ গোরে আরও বলেন, হামলায় চার ব্যক্তি আহত হয়। তাদেরকে হাসপাতালে নেওয়ার পর সেখানে একজনের মৃত্যু হয়। বাকি তিন জনের অবস্থা স্বাভাবিক রয়েছে।

হামলা সম্পর্কে পোওয়ের মেয়র স্টিভ ভাওস বলেন, ইস্টারের এক সপ্তাহ পরপরই এরকম ঘটনা ঘটলো। এটা ভয়ঙ্কর।

এখন পর্যন্ত পুলিশ হামলার পেছনে হামলাকারীর কোনো উদ্দেশ্যের কথা প্রকাশ করেনি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এটা সম্ভবত কোনো বিদ্বেষমূলক হামলা।

এদিকে, এই হামলার প্রতি নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স।

এক বক্তব্যে ট্রাম্প বলেন, এই মুহূর্তে মনে হচ্ছে এটা কোনো বিদ্বেষমূলক হামলা। হামলায় আক্রান্ত সকলের প্রতি আমার গভীর সমবেদনা রইলো। আমরা বিষয়টি খতিয়ে দেখবো।

বিজ্ঞাপন

এছাড়া, পেন্স হামলাটিকে ‘কাপুরুষোচিত’ হিসেবে বর্ণনা করেছেন।

উল্লেখ্য, এর আগেও যুক্তরাষ্ট্রে ইহুদি উপাসনালয়ে হামলার ঘটনা ঘটেছে। প্রায় ছয় মাস আগে পিটসবার্গের এক সিনাগগে বন্দুকধারীদের হামলায় অন্তত ১১ জন প্রাণ হারান।

সারাবাংলা/আরএ

বন্দুক হামলা যুক্তরাষ্ট্র সিনাগগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর