জাবিতে গার্ডের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ
২৮ এপ্রিল ২০১৯ ০১:৩৫ | আপডেট: ২৮ এপ্রিল ২০১৯ ০৩:০৭
জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক গার্ডের বিরুদ্ধে আবাসিক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।অভিযুক্ত গোলাম কিবরিয়া বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের গার্ড। অভিযোগকারী ছাত্রী একই হলের আবাসিক শিক্ষার্থী।
গত ১৮ মার্চ ওই ছাত্রী হল প্রভোস্ট বরাবর অভিযোগ দেন। পরে হল প্রভোস্ট অভিযোগপত্রটি যৌন নিপীড়ন বিরোধী সেলে প্রেরণ করেন। ইতিমধ্যে অভিযোক্ত গার্ডকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী সেল তদন্ত করছে।
ভূক্তভোগী ছাত্রী জানান, ‘গত ১৪ মার্চ দিবাগত রাত দেড়টায় আমি অসুস্থ হলে গার্ড গোলাম কিবরিয়া এ্যাম্বুলেন্সে উঠতে আমাকে সহায়তা করার সময় যৌন হয়রানি করেন। এরপর এ্যাম্বুলেন্সে উঠার পরেও তিনি সহানুভূতি দেখানোর ছলে একই কাজ করেন। ঘটনার দিন আমি খুবই অসুস্থ থাকায় তাৎক্ষণিক প্রতিবাদ করতে পারিনি। তবে মেডিক্যাল থেকে ফিরে বিষয়টি হল সুপারকে জানাই। পরে প্রভোস্টের সঙ্গে দেখা করে গত ১৮ মার্চ অভিযুক্তের বিচার চেয়ে লিখিত অভিযোগ দাখিল করা হয়।’
তিনি বলেন, ‘অভিযোগ দেওয়ার পর কিবরিয়ার স্ত্রী পরিচয়ে এক নারী আমাকে ফোন দেন। তিনি আমাকে অভিযোগ তুলে নিতে বলেন। তবে আমি চাই যে আমার সাথে এমন ঘটনা ঘটিয়েছে সে ছাত্রী হলে থাকতে পারেনা। তার কাছে অন্যরা নিরাপদ নয়।’
ঘটনার দিন ওই ছাত্রীর সঙ্গে থাকা তার রুমমেট বলেন,’১৪ মার্চ দিবাগত রাত দেড়টার দিকে সে আমাকে বলে অসুস্থবোধ করছে।আমি তখন কামরুন নাহার খালাকে ডাকি। খালা হল সুপার ম্যামকে ডাকেন। তার অবস্থা খারাপ দেখে ম্যাম হাসপাতালে খবর দেন। এরপর তাকে এ্যাম্বুলেন্স তুলতে পারছিলামনা। এজন্য গার্ড মামাদের সাহায্য নেওয়া হয়। আর সে সময়ই ঘটনাটি ঘটে।’
অভিযোগের বিষয়ে জানতে গোলাম কিবরিয়ার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
প্রীতিলতা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক কৌশিক সাহা বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে যৌন নিপীড়ন বিরোধী সেলে প্রেরণ করেছি। তারা এটা তদন্ত করছে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী সেলের আহ্বায়ক অধ্যাপক রাশেদা আখতার বলেন, ‘আমরা এ ঘটনা নিয়ে কাজ করছি। ইতিমধ্যে একবার বসেছি। ওই ছাত্রী প্রথমে হল প্রভোস্টের কাছে অভিযোগ দেয়। এরপর ঘটনার সাপ্তাহখানেক পরে আমাদের কাছে অভিযোগ আসে।’
সারাবাংলা/টিআই/জিএস/আইই