কাভার্ডভ্যান চাপা: আহত স্কুল ছাত্রীরও মৃত্যু
২৭ এপ্রিল ২০১৯ ২২:৫২ | আপডেট: ২৭ এপ্রিল ২০১৯ ২২:৫৪
ঢাকা: রাজধানীর ধলপুর কমিউনিটি সেন্টারের পাশে কাভার্ডভ্যান চাপায় আহত স্কুল ছাত্রী সামিয়া আক্তারের (১৫) মৃত্যু হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সামিয়া মুগদা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই রাত দশটার দিকে তার মৃত্যু হয়।
এই ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। তারা হলেন- সামিয়ার মা কমলা বেগম (৪০) ও রিক্সাচালক মফিজুল ইসলাম (৭০)।
সামিয়া পরিবারের সঙ্গে যাত্রাবাড়ীর ধলপুল এলাকায় থাকতো। সে স্থানীয় ইউসেফ স্কুলে ৮ম শ্রেণিতে পড়ত। ঘটনার সময় রিকশায় ছিল মা ও মেয়ে। তারা বাবার নাম আবুল কালাম।
ধলপুরে কাভার্ডভ্যান চাপায় একজনের মৃত্যু
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শামছুল আলম জানান, সন্ধ্যায় কয়েকজন নারী-পুরুষ রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কামালের মৃত্যু হয়। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেক স্কুল ছাত্রী মারা যায়।
এর আগে, এ ঘটনায় কামাল হোসেন (৪০) নামে একজন ঘটনাস্থলেই মারা যান। মৃত কামাল কদমতলি দারোগাবাড়ি রোড এলাকায় থাকতেন।
সারাবাংলা/এসএসআর/এমও