সুশিক্ষিত লোক ছাড়া একটি দেশ চলতে পারে না: হাছিনা গাজী
২৭ এপ্রিল ২০১৯ ১৯:৪১
নারায়ণগঞ্জ: রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেছেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড ছাড়া যেমন মানুষ চলতে পারে না, তেমনি সুশিক্ষিত লোক ছাড়া একটি দেশ চলতে পারে না। তাই আগামী প্রজন্মের শিক্ষার বিষয়ে আরও বেশি আন্তরিক হতে হবে।
শনিবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার বরপা এলাকায় আনন্দ পল্লী পার্ক মাঠে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। রূপগঞ্জ উপজেলা কিন্ডার গার্টেন ও শিক্ষা উন্নয়ন সমিতি এই আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যেন মাদক ও জঙ্গিবাদে জড়িয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এ ক্ষেত্রে অভিভাবকদের ভূমিকা সবচেয়ে বেশি। বর্তমান সরকার, শিক্ষাবান্ধব সরকার। শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
বক্তব্য শেষে তিনি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারাবো পৌরসভা কিন্ডার গার্টেন ও শিক্ষা উন্নয়ন সমিতির সভাপতি মোহাম্মদ হানিফ সাউদ। আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম, উপজেলা কিন্ডার গার্টেন ও শিক্ষা উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক মনিরুল হক ভুঁইয়া মনির, তারাবো পৌরসভা কিন্ডার গার্টেন ও শিক্ষা উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক এম এ হান্নান সবুজ।
সারাবাংলা/এটি