Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্মীপুরে মালবাহী ট্রলি উল্টে শ্রমিকের মৃত্যু


২৭ এপ্রিল ২০১৯ ১৬:৪৬

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলায় মালবাহী ট্রলি উল্টে বাবু নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার বালুয়াভাংতি এলাকায় লক্ষ্মীপুর-চৌহমুহনী আঞ্চলিক মহাসড়কের এই দুর্ঘটনা ঘটে। বাবুর বাড়ি রাধাপুর এলাকায়। তার বাবার নাম মো. নুরুল আমিন।

পুলিশ জানায়, দুর্ঘটনায় আহত হলে বাবুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রড বোঝাই একটি ট্রলি লক্ষ্মীপুর-চৌহমুহনী আঞ্চলিক মহাসড়কের বালুয়াভাংতি হয়ে রাধাপুর এলাকায় যাচ্ছিল। ট্রলিটি বালুয়াভাংতি এলাকায় পৌঁছে উল্টে যায়। এতে তিনজন আহত হন।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এটি

নির্মাণ শ্রমিকের মৃত্যু সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর