সন্ধ্যায় বঙ্গভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
২৭ এপ্রিল ২০১৯ ১৪:৩৫ | আপডেট: ২৭ এপ্রিল ২০১৯ ২৩:১৭
ঢাকা: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে সন্ধ্যায় বঙ্গভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় রাষ্ট্রপতির সঙ্গে সরকার প্রধান শেখ হাসিনার সাক্ষাতের কর্মসূচি রয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং ।
সাধারণত বিদেশ সফর থেকে ফিরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। সম্প্রতি তিন দিনের জন্য ব্রুনেই দারুসসালাম সফর করেন প্রধানমন্ত্রী।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের আগে বিকেল চারটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০১৯’ এর সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা।
সারাবাংলা/এনআর/জেডএফ