Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীলংকায় নিহতদের স্মরণে আলোকিত বুর্জ খলিফা


২৭ এপ্রিল ২০১৯ ১২:০৪

বিশেষ দিন, ভিন্ন উপলক্ষ অথবা হৃদয়-বিদারক কোনো ঘটনায় শ্রদ্ধা জানিয়ে আলোকিত করা হয় বিশ্বের সবচেয়ে উঁচু ভবন সংযুক্ত আরব আমিরাতের বুর্জ খলিফা।

এবারও তার ব্যতিক্রম ঘটেনি। ইস্টারডে’তে শ্রীলংকায় বোমা হামলায় নিহতদের শ্রদ্ধায় রাঙানো হয়েছে ভবনটি। ২ হাজার ৭ শ ফুটের এই ভবনে শোভা পেয়েছে শ্রীলংকার জাতীয় পতাকা। খবর খালিজ টাইমসের।

https://twitter.com/BurjKhalifa/status/1121437605357346816

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভবনটির টুইটার অ্যাকাউন্টে এ বিষয়ে জানানো হয়।

ইস্টারডে’তে শ্রীলংকার পাঁচ তারকা হোটেল ও গির্জায় আত্মঘাতী হামলায় বিভিন্ন দেশের অন্তত ২৫০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আর পাঁচ শ জন। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট এই হামলা স্বীকার করে বিবৃতি দিয়েছে। জঙ্গিদের ধরতে শ্রীলংকা সরকার সাঁড়াশি অভিযান চালাচ্ছে। এরইমধ্যে বেশ কিছু জঙ্গি আস্তানায় সফল অভিযান চালিয়েছে সেনা ও পুলিশ সদস্যরা।

সারাবাংলা/এনএইচ

বুর্জ খলিফা শ্রীলংকা হামলা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর