Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু


২৭ এপ্রিল ২০১৯ ১১:৩৪

চুয়াডাঙ্গা: চোর সন্দেহে চুয়াডাঙ্গায় গণপিটুনিতে ফারুক (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সকালে সদর উপজেলার রেলবাজারে এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, ‘ওমর ফারুক চিহ্নিত চোর, সে কথিত টিনকাটা চোর চক্রের সদস্য।’ চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত ওমর ফারুক জেলা শহরের থানা কাউন্সিল পাড়ার আবু বকর সিদ্দিকের ছেলে।

ওসি জানান, শুক্রবার রাত ৩টার দিকে শহরের রেলবাজারে চুরির করতে আসে একদল চোর। একটি দোকানে টিন কাটার সময় নৈশ প্রহরী ও এলাকাবাসী টের পেয়ে পুলিশে খবর দেয়। দলটির অন্য সদস্যরা পালিয়ে গেলেও ফারুক নামে এক যুবককে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, সম্প্রতি শহরে টিন কেটে চুরির ঘটনা বেড়ে গিয়েছিল। এসব চুরির ঘটনায় জনমনে ক্ষোভ কাজ করছিল। এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানায় হত্যা ও চুরির পৃথক দুটি মামলা হবে বলেও তিনি জানান।

সারাবাংলা/এমএইচ

গণপিটুনি চোরচক্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর