Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জায়ান চৌধুরী’র রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল আজ


২৭ এপ্রিল ২০১৯ ০৭:০৬

ঢাকা: শ্রীলংকায় বোমা হামলায় নিহত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় শনিবার (২৭ এপ্রিল) দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

শনিবার (২৭ এপ্রিল) বাদ আসর বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে বলে আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

শুক্রবার (২৬ এপ্রিল) জায়ান চৌধুরীর রুহের মাগফিরাত এবং ওই সন্ত্রাসী হামলায় নিহতদের আত্মার শান্তি কামনা করে বাদ জুম্মা বায়তুল মুকাররমে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে শেখ ফজলুল করিম সেলিমের জামাতা মশিউল হক চৌধুরী প্রিন্সসহ শ্রীলংকার হামলায় আহতদের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতও অনুষ্ঠিত হয়।

এছাড়াও শিশু জায়ান চৌধুরীর রূহের মাগফিরাত এবং শ্রীলংকায় সন্ত্রাসী হামলায় নিহতদের আত্মার শান্তি কামনা করে বাদ জুমা দেশের সকল মসজিদেও ‘বিশেষ দোয়া ও মুনাজাত’ অনুষ্ঠিত হয়েছে।

সারাবাংলা/এসবি

জায়ান চৌধুরী দোয়া ও মিলাদ মাহফিল শেখ ফজলুল করিম সেলিম শ্রীলংকায় বোমা হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর