Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আওয়ামী লীগ নেতা আবদুস সামাদ আজাদের ১৪ তম মৃত্যুবার্ষিকী আজ


২৭ এপ্রিল ২০১৯ ০৬:২৫

সুনামগঞ্জ: স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের রাজনীতিবিদ আবদুস সামাদ আজাদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ।

আব্দুস সামাদ আজাদ ১৯২২ সালের ১৫ জানুয়ারি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ভুরাখালি গ্রামে জন্মগ্রহণ করেন ও ২০০৫ সালের ২৭ এপ্রিল  মৃত্যুবরণ করেন।

আওয়ামী লীগ নেতা আবদুস সামাদ আজাদ ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহকর্মী ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।

শনিবার (২৭ এপ্রিল) বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সকাল সাড়ে আটটায় বনানীর কবরস্থানে আবদুস সামাদ আজাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হবে।

এছাড়াও আবদুস সামাদ আজাদের পরিবারের পক্ষ থেকে রাজধানী ঢাকায় কলাবাগানের বাসভবনে কোরআনখানি এবং লেকসার্কাস লেকভিউ জামে মসজিদে  শনিবার বাদ আসর দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণের জন্য তার রাজনৈতিক সহকর্মী, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

প্রয়াত এ সফল কূটনৈতিকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আবদুস সামাদ আজাদ স্মৃতি পরিষদের উদ্যোগে শনিবার সুনামগঞ্জে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়াও তার নিজ উপজেলা জগন্নাথপুরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

সারাবাংলা/এসবি

আওয়ামী লীগ আবদুস সামাদ আজাদ মৃত্যুবার্ষিকী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর