মোজাম্বিকে ও কমোরসে সাইক্লোন কিনিথ, নিহত ৪
২৬ এপ্রিল ২০১৯ ১৬:০৮ | আপডেট: ২৬ এপ্রিল ২০১৯ ১৬:০৯
এক মাসের ব্যবধানে মোজাম্বিক আবারও আঘাত হেনেছে সাইক্লোন। সাইক্লোন কিনিথের আঘাতে সেখানে ১ জন ও পার্শ্ববর্তী দ্বীপপুঞ্জ কমোরসে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ঘণ্টায় ২২০ কিলোমিটার বেগে দেশ দুটির ওপর বয়ে যায় ঘূর্ণিঝড় কিনিথ। খবর বিবিসির।
এর আগে, গত ১৪ মার্চ ঘণ্টায় ১৭৭ কিলোমিটার বেগে মোজাম্বিক, জিম্বাবুয়ে ও মালাওয়াইয়ে আঘাত হানে সাইক্লোন ইদাই। সাইক্লোনে অন্তত ১ হাজার মানুষের মৃত্যু হয়। বাস্তুচ্যুত হন আরও ত্রিশ লাখ।
মোজাম্বিকের ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট (আইএনজিসি) জানায়, সাইক্লোন কিনিথে প্রাণহানি এড়াতে অন্তত ৩০ হাজার লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে ঘূর্ণিঝড়টি মূল ভূমিতে আঘাত হানার আগেই বেশ দুর্বল হয়ে যাবে।
সাইক্লোন সতর্কতা হিসেবে সমুদ্র তীরবর্তী অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।
সারাবাংলা/এনএইচ