মহেশপুরে মা-নানিকে কুপিয়ে খুন
২৬ এপ্রিল ২০১৯ ১২:০৩ | আপডেট: ২৬ এপ্রিল ২০১৯ ১৬:০৮
ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরের নওদা গ্রামে ইমরান (২৬) নামে এক যুবকের ধারালো অস্ত্রের আঘাতে তার মা ও নানির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাতে তাদের কুপিয়ে জখম করা হয়। পরে শুক্রবার ভোরে যশোর সদর হাসপাতালে তাদের মৃত্যু হয়। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃতরা হলেন- ইমরানের মা মর্জিনা খাতুন (৫৫) ও তার নানি শামসুন্নাহার (৭০)।
ওসি জানান, ইমরান মানসিক ভারসাম্যহীন ছিলেন। বিভিন্ন সময় ইমরান তার মা ও নানিকে নির্যাতন করতেন। রাতে ইমরান তার মায়ের কাছে টাকা চান। টাকা না দিলে তিনি ক্ষিপ্ত হয়ে মা ও নানিকে কুপিয়ে গুরুতর জখম করেন। সেখান থেকে তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করলে শুক্রবার ভোরে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ইমরান ঝিনাইদহের হামদহ এলাকার এনায়েত আলীর ছেলে। ২০০৪ সালে ইমরানের বাবা-মার ডিভোর্সের পর ইমরান মায়ের সঙ্গে মহেশপুরে থাকতেন জানান ওসি।
সারাবাংলা/এমএইচ