Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেকনাফে ডাকাতের গুলিতে রোহিঙ্গা যুবকের মৃত্যু


২৬ এপ্রিল ২০১৯ ১৩:৪১ | আপডেট: ২৬ এপ্রিল ২০১৯ ১৩:৫৫

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার আলীখালী রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে অছি উল্লাহ (২৮) নামে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬  এপ্রিল) ভোরে কক্সবাজার সদর থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত অছি উল্লাহ টেকনাফের হ্নীলা আলীখালী রোহিঙ্গা শিবিরের ডি ব্লকে ১১ নং রুমের মোহাম্মদ লালু মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

আরও পড়ুনকক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ ২ জলদস্যুর মৃত্যু

ওসি জানান, একদল ডাকাত বৃহস্পতিবার রাতে আলীখালী রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে ডাকাতি করতে আসে। ডাকাতরা অছি উল্লাহর ভাই আব্দুল বাসেতকে (১৪) অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। এ সময় অছি উল্লাহ বাধা দিতে গেলে ডাকাতরা তাকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অছি উল্লাহ মারা যায়।

সারাবাংলা/এমএইচ

কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প ডাকাতের গুলিতে মৃত্যু রোহিঙ্গা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর