Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধু সম্পর্কে জানতে শিক্ষার্থীদের আহ্বান মাশরাফির


২৬ এপ্রিল ২০১৯ ০৮:৫৫

নড়াইল: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও বঙ্গবন্ধু সম্পর্কে জানতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

মাশরাফি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের বই পড়ে জানা যাবে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধু কী ছিলেন। দেশের স্বাধীনতার জন্য তিনি কী করেছেন সেসব সম্পর্কে জানতে পারবেন। আমি মনে করি, নড়াইলের প্রতিটি স্কুলে এরকম উদ্যোগ নেয়া হবে। শিক্ষকরা শিক্ষার্থীদের স্কুল থেকেই শিক্ষাগুলো দিলে আমার বিশ্বাস সবাই সততার সঙ্গে বড় হবে। এভাবেই আমাদের আগামী প্রজন্ম দুর্নীতিমুক্ত হবে।’ স্থানীয় এই সংসদ সদস্য পরে সেই স্কুলে থাকা সততা স্টোর পরিদর্শন করেন।

সারাবাংলা/এসবি

নড়াইল নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বঙ্গবন্ধু মাশরাফি বিন মর্তুজা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর