Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লার স্কুলছাত্র মিরন হত্যা মামলার দুই আসামী গ্রেফতার


২৬ এপ্রিল ২০১৯ ০৫:৪৬ | আপডেট: ২৬ এপ্রিল ২০১৯ ০৬:২৯

কুমিল্লা: কুমিল্লা মডার্ন হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র মোন্তাহিন ইসলাম মিরন হত্যা মামলার প্রধান দুই আসামী মো. আমিন ও সৌরভ হোসেন পল্টুকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভোরে চট্টগ্রাম থেকে তাদের গ্রেফতার করে বলে জানান কুমিল্লা কোতোয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ২১ এপ্রিল শবেবরাতের রাতে কুমিল্লা মডার্ন স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র মোন্তাহিন হাসান মিরনকে তার সহপাঠীরা পূর্বশত্রুতার সূত্র ধরে ছুরিকাঘাত করে হত্যা করে। এ ঘটনায় মৃত মিরনের চাচা কামরুল হাসান বাদী হয়ে পাঁচজনকে আসামী করে কুমিল্লা কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত চালিয়ে মামলার প্রধান দুই আসামীকে বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম শহর থেকে ঢাকার বাসে উঠার সময় গ্রেফতার করে। মামলার অন্যতম আসামী তুষার আহমেদ রিয়াদকে পুলিশ বুধবার (২৪ এপ্রিল) জেলার চান্দিনা থেকে গ্রেফতার করে আদালতে পাঠায়। আদালতে রিয়াদ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

এই মামলার অন্য আসামী অস্ত্র সরবরাহকারী নিপু ও অপর আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

তিনি জানান, আসামী মো.আমিন কুমিল্লার ঠাকুরপাড়ার বসবাসকারী নোয়াব মিয়ার ছেলে এবং আরেক আসামী সৌরভ হোসেন পল্টু একই এলাকার আলমগীর হোসেনের ছেলে। মো. আমিন মডার্ন হাই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র এবং সৌরভ হোসেন পল্টু একই বয়সী হলেও স্কুল থেকে ঝরে পড়া কিশোর।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা মিরন হত্যার কথা স্বীকার করেছে।

কিছুদিন আগে ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে মিরনের বন্ধুর আবীরের সঙ্গে ‘বড় ভাই ছোট ভাই’ সম্বোধন নিয়ে আমিন ও পল্টুর সঙ্গে কথা কাটাকাটির জের ধরেই এই হত্যাকাণ্ড বলে জানিয়েছে পুলিশ।

সারাবাংলা/এসবি

কুমিল্লা কুমিল্লা কোতোয়ালী মডেল থানা কুমিল্লা মডার্ন হাই স্কুল স্কুলছাত্র মিরন

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর