Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্তিযোদ্ধাসহ তিন জনকে ৬৭ লাখ টাকা অনুদান প্রধানমন্ত্রীর


২৫ এপ্রিল ২০১৯ ২২:১৫

ঢাকা: দু’জন বীর মুক্তিযোদ্ধাসহ তিনজনকে ৬৭ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে তাদের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

এর মধ্যে, মুক্তিযোদ্ধা ও মুজিবনগর সরকারের কর্মচারী মো. ইয়াকুব হোসেন খানকে ২৫ লাখ টাকা এবং মুক্তিযোদ্ধা সৈয়দ মোহাম্মদ ইমরানকে ১০ লাখ টাকার চেক অনুদান দেওয়া হয়। তাদের দু’জনকেই চিকিৎসার জন্য এই অনুদানের অর্থ দেওয়া হয়।

বিজ্ঞাপন

এছাড়া ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের স্ত্রী শিরিনা রহমানকে দেওয়া হয়েছে ৩২ লাখ টাকা। তিনি দীর্ঘদিন ক্যান্সারে ভুগছেন।

সারাবাংলা/এনআর/এমও

গণভবন প্রধানমন্ত্রীর অনুদান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর