গ্রহণযোগ্য ব্যক্তিকেই রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন: ওবায়দুল কাদের
২৭ জানুয়ারি ২০১৮ ১৩:২৫ | আপডেট: ২৭ জানুয়ারি ২০১৮ ১৩:৩০
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
সাভার: আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে দেশের জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকেই আওয়ামী লীগ মনোনয়ন দিবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার সকালে সাভারের হেমায়েতপুরে ‘সিঙ্গাইর-মানিকগঞ্জ-হেমায়েতপুর’ আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
এসময় মন্ত্রী আরও বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে এখনও প্রার্থী ঠিক করা হয়নি, তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মনোনয়ন বোর্ড প্রার্থী ঠিক করবেন।
আঞ্চলিক মহাসড়ক উদ্বোধনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান, সাভার উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল আলম সমরসহ সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সারাবাংলা/টিএম