Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কৃষি যন্ত্রপাতিতে ভর্তুকি আরও বাড়ানো হবে: কৃষিমন্ত্রী


২৫ এপ্রিল ২০১৯ ১৯:২৩

ঢাকা: কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, কৃষির উন্নয়নে যান্ত্রিকীকরণ খুবই গুরুত্বপূর্ণ। যান্ত্রিকীরণের প্রসার ঘটাতে সরকার উন্নয়ন সহায়তা বা ভর্তুকি দিচ্ছে। কৃষি যন্ত্রপাতিতে ভবিষ্যতে ভর্তুকি আরও বাড়ানো হবে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) তিন দিনব্যাপী জাতীয় কৃষি যন্ত্রপাতি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, ‘দেশে এখনও কৃষির গুরুত্ব অনেক বেশি। জিডিপিতে কৃষির অবদান ১৭ থেকে ১৮ ভাগ। বর্তমান সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছেন কৃষিতে।  বর্তমানে মাঠ পর্যায়ের কর্মকর্তারও আগের চেয়ে অনেক বেশি কাজ করছেন।’

তিনি আরও বলেন, ‘উন্নয়নে কৃষি কত গুরুত্বপূর্ণ, কিন্তু সেভাবে প্রচার নেই। এই অনুষ্ঠানেও মাত্র কয়েকটি মিডিয়া এসেছে। আমরা মিডিয়াকে আনতে পারিনি। অথচ প্রেসক্লাবে আওয়ামী প্রচার লীগের অনুষ্ঠানেও মিডিয়ার অভাব থাকে না। কৃষি উন্নয়নে সাংবাদিকদের কাছ থেকে আরও বেশি থেকে সহায়তা প্রয়োজন।’

যান্ত্রিকীকরণকে উদ্বুদ্ধকরণ ও কৃষি যান্ত্রিকীকরণে দেশের বর্তমান অবস্থা তুলে ধরতে দ্বিতীয়বারের মতো এই মেলার আয়োজন করে কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদফতর। মেলা উপলক্ষে খামারবাড়ির আশেপাশের রাস্তাগুলো সেজেছে সচেতনতামূলক ব্যনার আর ফেস্টুনে।

মেলায় এবারের প্রতিপাদ্য ‘যান্ত্রিকীকরণই গড়বে আধুনিক ও লাভজনক কৃষি’। সকালে মেলা উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ‘বাংলাদেশে কৃষি যান্ত্রিকীকরণে অর্জন, সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে দেশের বর্তমান কৃষি যন্ত্রপাতির বর্তমান অবস্থা তুলে ধরা হয়।

বিজ্ঞাপন

কৃষি সম্প্রসারণ অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আব্দুল মুঈদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সচিব মো. নাসিরুজ্জামান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের প্রফেসর ড. মো. মঞ্জুরুল আলম।

মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস প্রফেসর ড. এম এ সাত্তার মন্ডল, কৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. ওয়ায়েস কবীর, এসিআই মটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. এফ এইচ আনসারী ও দেশি কৃষি যন্ত্রের উদ্ভাবক কৃষক মো. আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের খামার যান্ত্রিকীকরণ প্রকল্প (২য় পর্যায়) এর প্রকল্প পরিচালক শেখ মো. নাজিম উদ্দিন।

মেলায় ২৮ প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। সরকারি ৮টি ও বেসরকারি ২১টি প্রতিষ্ঠানের ২৭টি স্টল ও ৩টি প্যাভেলিয়ন রয়েছে। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য মেলা উন্মুক্ত থাকবে।

সারাবাংলা/ইএইচটি/এমও

কৃষি কৃষিতে ভর্তুকি কৃষিমন্ত্রী ভর্তুকি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর