পাহাড়ের মানুষ অস্ত্রের কাছে জিম্মি থাকতে চায় নাঃ দীপংকর তালুকদার
২৭ জানুয়ারি ২০১৮ ১৩:০৯ | আপডেট: ২৭ জানুয়ারি ২০১৮ ১৫:৩৮
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
রাঙ্গামাটি: আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, ‘যারা রাজনীতির নামে পাহাড়ে প্রতিনিয়ত সন্ত্রাস চাঁদাবাজি করছে তাদের প্রতিরোধ করতে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। মানুষ অস্ত্রের কাছে আর জিম্মি থাকতে চায় না। পাহাড়ে যতক্ষণ অবৈধ অস্ত্র উদ্ধার করে সন্ত্রাস নির্মূল না হবে ততক্ষণ পর্যন্ত রাজপথে সন্ত্রাস বিরোধ আন্দোলন চলবে।’
আজ শনিবার সকালে সন্ত্রাস বিরোধী সমাবেশের আগে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় জানানো হয়, পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের দাবিতে আগামীকাল রবিবার রাঙ্গামাটিতে সন্ত্রাসবিরোধী মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে দীপংকর তালুকদার বলেন, পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধারে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান আরও গতিশীল করতে এ কর্মসূচি নেয়া হয়েছে। এটি দলীয় কোনও কর্মসূচি নয় উল্লেখ করে তিনি বলেন, সন্ত্রাসের ছোবল থেকে রক্ষা পেতে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে এ কর্মসূচি দিয়েছে। সমাবেশ শান্তিপূর্ণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন দীপংকর তালুকদার।
সংবাদ সম্মেলনে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাতব্বর, কাপ্তাই আওয়ামীলীগের সভাপতি অংশু ছাইন চৌধুরীসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/টিএম