Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলক্ষেতের আইডি কার্ডে ঢাবি বাসে যাতায়াত, ঢাকা কলেজের ছাত্র আটক!


২৫ এপ্রিল ২০১৯ ১৫:২০ | আপডেট: ২৫ এপ্রিল ২০১৯ ২২:৩৯

ছবিতে ভুয়া ঢাবি আইডি ব্যবহারকারী ঢাকা কলেজ ছাত্র আরমান

আরমান ঢাকা কলেজের শিক্ষার্থী। কিন্তু তিনি নীলক্ষেত থেকে বানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবির) ভুয়া আইডি কার্ড। সেই কার্ড ব্যবহার করে আরমান নিয়মিত ঢাবির বাসরুটে যাতায়াত করেন। বিষয়টি ধরতে পেরে শিক্ষার্থীরা তাকে বার বার সাবধান করে। তবে আরমান কথা না শোনায় তাকে আটক করে সোপর্দ করা হয় প্রক্টর অফিসে। পরে আরমানের বাবা মুচলেকা দিয়ে আরমানকে ছাড়িয়ে নিয়ে যান। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ঘটেছে এই ঘটনা।

বিজ্ঞাপন

জানা যায়, আরমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘আনন্দ বাসে’ নিয়মিত যাওয়া-আসা করত। এই বাসটি নারায়ণগঞ্জ পর্যন্ত শিক্ষার্থীদের আনা-নেওয়া করে। আনন্দ বাস কমিটির সদস্যরা সারাবাংলাকে বলেন, ‘আরমান নীলক্ষেত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভুয়া আইডি কার্ড বানিয়ে ঢাবি ছাত্র পরিচয়ে বাসে যাতায়াত করে। কয়েকমাস আগে বিষয়টি টের পেয়ে তাকে ধরা হয় এবং সতর্ক করা হয়। কিন্তু সে আজকে আবার ওই বাসে ওঠে। বাসের কয়েকজন সদস্য তাকে নিষেধ করলে সে খারাপ ব্যবহার করে। পরে তাকে ধরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে সোপর্দ করা হয়।’

বিজ্ঞাপন

আরও পড়ুন: ৭ কলেজের আন্দোলনের পরবর্তী সিদ্ধান্ত ২৯ এপ্রিল

এই ঘটনার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সোহেল রানা সারাবাংলাকে বলেন, ‘ঢাকা কলেজের ছাত্র ভুয়া আইডি কার্ড দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের একটি বাসরুটে যাওয়া আসা করত। তাকে ধরে আমাদের কাছে সোপর্দ করা হয়। তার বাবা এসে মুচলেকা দিয়ে ছাড়িয়ে নিয়ে গেছে। আইডি কার্ডটি জব্দ করা হয়েছে।’

এদিকে সূত্রের বরাতে জানা যায়, অভিযুক্ত আরমানকে ঢাবির ভুয়া আইডি বানাতে পরামর্শ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়েরই (২০১৬-২০১৭ সেশন) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র মনিরুল করিম আরমান নামে আরেক শিক্ষার্থী। সে টিউশনিতে আরমানকে পড়াত। এ বিষয়ে ঢাবি ছাত্র মনিরুল করিম আরমানকে জিজ্ঞাসা করলে, তিনি সারাবাংলার কাছে ভুল স্বীকার করেন। তিনি বলেন, ভুল হয়ে গেছে। সে অমন করবে জানতাম না।

সারাবাংলা/কেকে/এনএইচ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভুয়া আইডি কার্ড ব্যবহার