Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবজাল দম্পতিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন দুদকের


২৫ এপ্রিল ২০১৯ ১১:৫৮ | আপডেট: ২৫ এপ্রিল ২০১৯ ১২:৩৭

ঢাকা: কক্সবাজার মেডিকেল কলেজের যন্ত্রপাতি কেনার নাম করে সাড়ে ৩৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে স্বাস্থ্য অধিদফতরের বহিষ্কৃত হিসাবরক্ষক আবজাল হোসেন ও তার স্ত্রী এবং অধিদফতরের পরিচালক আবদুর রশীদসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আরও পড়ুন- স্বাস্থ্য অধিদফতরের আবজাল ও তার স্ত্রীর সম্পত্তি জব্দের নির্দেশ

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) কমিশনের নির্ধারিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দুদকের একটি সূত্র সারাবাংলাকে নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে, কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী দ্রুতই অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করবে দুদক।

আরও পড়ুন- দুদক’র ডাকে হাজির হননি সেই আবজালের ভাই, শ্যালক

যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন— স্বাস্থ্য অধিদফতরের বরখাস্ত হওয়া আবজাল হোসেন ও তার স্ত্রী রুবিনা খানম, অধিদফতরের পরিচালক আবদুর রশীদ, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ ডা. মো. রেজাউল করিম, জেলা হিসাবরক্ষণ কমর্কতা সুকমল বড়ুয়া, জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের অডিটর পঙ্কজ কুমার বধ্য, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের হিসাবরক্ষক হুররমা আকতার খুকী ও স্বাস্থ্য অধিদফতরের প্রধান সহকারী খায়রুল আলম।

সারাবাংলা/এসজে/টিআর

আবজাল দুদক মামলা অনুমোদন দুদকের স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর