লোকগানের সংগ্রাহক ও আইইউবি’র শিক্ষক মাহবুব পিয়াল আর নেই
২৫ এপ্রিল ২০১৯ ০০:১১ | আপডেট: ২৫ এপ্রিল ২০১৯ ০০:৩৪
লোকগানের সংগ্রাহক, শিল্পী ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর সহযোগী অধ্যাপক ড. মাহবুব আলম পিয়াল মারা গেছেন।
লন্ডনের একটি হোটেলে বাংলাদেশ সময় বিকাল চারটা নাগাদ তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। এসময় তিনি ঘুমিয়ে ছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৫১ বছর। ময়না তদন্তের জন্য ড. মাহবুব আলম পিয়ালের মরদেহ নিয়ে গেছে লন্ডন পুলিশ।
ড. মাহবুব আলম পিয়াল আইইউবি’র স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন এবং নৃবিজ্ঞান বিষয়ের সহযোগী অধ্যাপক ছিলেন। দেশের লোকগানের সংগ্রাহক এবং কণ্ঠশিল্পী হিসেবেও সুপরিচিত ছিলেন ড. মাহবুব আলম পিয়াল।
তিনি লন্ডনে গিয়েছিলেন অন্তর্জাতিক একটি সম্মেলনে অংশ নিতে। তিনি মা, স্ত্রী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সারাবাংলা/পিএ