প্রাইভেটকারের চাপায় দাদি-নাতির মৃত্যু
২৪ এপ্রিল ২০১৯ ২২:২৯ | আপডেট: ২৪ এপ্রিল ২০১৯ ২২:৩২
ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় প্রাইভেটকারের চাপায় দাদি-নাতির মৃত্যু হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাজীর শিমলায় এ দুর্ঘটনা ঘটেছে। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃতরা হলেন, ত্রিশাল উপজেলার কাজীর শিমলা গ্রামের খন্দকার সিরাজুল হকের স্ত্রী আনোয়ারা (৬৫) ও তার নাতি জান্নাত (৭)।
আরও পড়ুন: ত্রিশালে আলাদা সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩
ওসি জানান, বুধবার রাত ৮টার দিকে উপজেলার কাজীর শিমলায় নাতি জান্নাতের সঙ্গে রাস্তা পার হচ্ছিলেন দাদি আনোয়ারা বেগম। এ সময় একটি প্রাইভেটকার তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দুটি ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানান ওসি।
সারাবাংলা/এমএইচ