উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে নবাগতদের নিয়ে বর্ষবরণ
২৪ এপ্রিল ২০১৯ ২১:৫৭ | আপডেট: ২৪ এপ্রিল ২০১৯ ২২:১২
ঢাকা: নবীন শিক্ষার্থীদের নিয়ে বর্ষণবরণ করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের উদ্যোগে বর্ষবরণ করা হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়টির ঢাকা ক্যাম্পাসে আইন প্রোগ্রামের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করার মাধ্যমেই শিক্ষক ও শিক্ষার্থীরা নতুন বছর বরণ করে নেন।
অনুষ্ঠানে আইন প্রোগ্রামের সমন্বয়কারী অধ্যাপক ড. নাহিদ ফেরদৌসী বলেন, ‘উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা দেশের গুরুত্বপূর্ণ পদে নিজেদের জায়গা করে নিয়েছেন। নতুন যারা ভর্তি হচ্ছেন, তারা আরও বেশি ভালো করবেন। ‘ দেশের নামকরা পবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে পাল্লা দিয়েই এই বিশ্ববিদ্যালয় চলছে বলেও তিনি মন্তব্য করেন।
এছাড়া আরও বক্তব্য রাখেন আইন প্রোগ্রামের সহকারী অধ্যাপক খন্দকার কোহিনুর আখতার, সহকারী অধ্যাপক বায়েজিদ হোসেন, আইন বিভাগের শেষ বর্ষের ছাত্র সাইফুল্লাহ বাহার, নিলুফার ইয়াসমিনসহ অনেকেই।
সারাবাংলা/এমএনএইচ