Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিপিডির বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত: তথ্যমন্ত্রী


২৪ এপ্রিল ২০১৯ ১৬:৪১

ঢাকা: তৃতীয় মেয়াদে আওয়ামী লীগ সরকারের প্রথম একশ দিনের কার্যক্রম প্রসঙ্গে সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) বক্তব্যকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, ‘নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে সিপিডি এই মতামত প্রকাশ করেছে। এটি সম্পূর্ণভাবে উদ্দেশ্যপ্রণোদিত। এই সরকারের উন্নয়নমুখী নীতিগুলোকে প্রশ্নবিদ্ধ করতেই এসব কথা বলছে তারা।’

বুধবার (২৪ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে ‘বিন্দু ৩৬৫’ নামের একটি ট্যুরিজম প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এর আগে, মঙ্গলবার (২৩ এপ্রিল) ‘বর্তমান সরকারের প্রথম ১০০ দিন পর্যালোচনা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে সরকারের প্রথম একশ দিনকে ‘উদ্যোগহীন, উৎসাহহীন ও উচ্ছ্বাসহীন’ বলে আখ্যা দেন সিপিডি’র সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। প্রবৃদ্ধি বাড়লেও অর্থনীতির অন্য সূচকে কোনো পরিবর্তন নেই বলেও উল্লেখ করেন তিনি।

সিপিডি’র বক্তব্যের বিপরীতে ড. হাছান মাহমুদ জানান, অতীতের যেকোনো সরকারের তুলনায় এই সরকার জনগণের জন্য অনেক বেশি আন্তরিক হয়ে কাজ করছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি নেতাদের প্রতি তথ্যমন্ত্রী বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে না এসে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি। এটি গণতন্ত্রের মূলনীতির চরম লঙ্ঘন। আমি মনে করি, জনগণের রায়কে সম্মান জানিয়ে বিএনপির সংসদে আসা উচিত।’

বিএনপির মতো রাজনৈতিক দলের কাছে এমন আচরণ ‘অপ্রত্যাশিত’ উল্লেখ করে হাছান মাহমুদ আরও বলেন, ‘তারা সুন্দর ও সুষ্ঠু একটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই এসব করছে। গণতন্ত্রের বৃহত্তম স্বার্থে দলটির সংসদে আসা উচিত।’

বিজ্ঞাপন

সারাবাংলা/টিএস/টিআর

তথ্যমন্ত্রী তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সিপিডি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর