Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনের পর ফল পরিবর্তনের সুযোগ নেই: সিইসি


২৪ এপ্রিল ২০১৯ ১৬:৪৯

ফরিদপুর: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, নির্বাচন সম্পন্ন হয়ে যাবার পর ফলাফল পরিবর্তন করার সুযোগ নেই। নির্বাচন কমিশনের এখতিয়ারও নেই, এটা শুধু আদালতের এখতিয়ার।

বুধবার (২৪ এপ্রিল) দুপুরে ফরিদপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আরও পড়ুন: ভবিষ্যতে সব নির্বাচন হবে ইভিএম পদ্ধতিতে: সিইসি

ফরিদপুরসহ অন্যান্য স্থানে যে আসনগুলো সংকুচিত করা হয়েছে সেগুলোকে পুনরুদ্ধারের আশ্বাস দেন সিইসি নুরুল হুদা। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোটারদের ভোটাধিকার প্রয়োগে ইভিএম অত্যন্ত জরুরি। উন্নত দেশের নির্বাচন পদ্ধতি ও আমাদের পদ্ধতি এক নয়। তাই তাদের কাছে ইভিএম ইতিবাচক না হলেও আমাদের কাছে তা গ্রহণযোগ্যই হবে।

এর আগে, ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসলাম মোল্লার সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এ সময় ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান মৃধা, উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আকরামুজ্জামান উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএইচ

নির্বাচনের ফলাফল প্রধান নির্বাচন কমিশনার রাজবাড়ী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর