Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্রামীণফোনের আয় বেড়েছে ১১.৬ শতাংশ


২৪ এপ্রিল ২০১৯ ১৩:৫৯ | আপডেট: ২৪ এপ্রিল ২০১৯ ১৪:২৬

ঢাকা: ২০১৯ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) গ্রামীণফোনের রাজস্ব আয় ৩ হাজার ৪৯০ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় তা ১১ দশমিক ৬ শতাংশ বেশি। আর প্রথম প্রান্তিকে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা বেড়েছে ৯ দশমিক ৮ শতাংশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৯ সালের জানুয়ারি-মার্চে গ্রামীণফোনের নেটওয়ার্কে যুক্ত হয়েছেন ১৩ লাখ গ্রাহক, যা ২০১৮ সালের শেষ তিন মাসের (অক্টোবর-ডিসেম্বর) তুলনায় ১ দশমিক ৮ শতাংশ বেশি। প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির ১১ লাখ গ্রাহক যুক্ত হয়েছে ইন্টারনেট সেবায়। এর ফলে বর্তমানে গ্রামীণফোনের মোট গ্রাহকের মধ্যে ৫১ দশমিক ৬ শতাংশ ইন্টারনেট ব্যবহার করছেন।

বিজ্ঞাপন

গ্রামীণফোনের সিইও মাইকেল ফোলি বলেন, নিয়ন্ত্রণমূলক কিছু চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও প্রথম প্রান্তিকে আমরা বেশ ভালো ব্যবসায়িক সাফল্য অর্জন করেছি। বাজার  ‌ব্যবস্থায় আমাদের শক্তিশালী অবস্থান বিদ্যমান এবং নতুন নতুন উদ্ভাবন দিয়ে আমরা উল্লেখযোগ্য পরিমাণ ফোরজি গ্রাহক নিতে পেরেছি। প্রথম প্রান্তিকে  ভয়েস ও ইন্টারনেট থেকে ভালো প্রবৃদ্ধি অর্জন করেছি।

তিনি আরও বলেন, শেয়ারহোল্ডার ও গ্রাহকদের স্বার্থ রক্ষায় আমাদের নিরলস চেষ্টা সবসময়ই অব্যাহত থাকবে।

গ্রামীণফোন জানায়, প্রথম প্রান্তিকে ২৫ দশমিক ৬ শতাংশ মার্জিন নিয়ে মোট লাভের পরিমাণ দাঁড়িয়েছে ৮৯০ কোটি টাকা। প্রতি শেয়ারের বিপরীতে ইপিএস দাঁড়িয়েছে ৬ দশমিক ৬১ টাকা।

গ্রামীণফোনের প্রধান অর্থ কর্মকর্তা কার্ল এরিক ব্রোতেন বলেন, গ্রামীণফোন প্রথম প্রান্তিকে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি ও মার্জিন অর্জন করেছে। গ্রাহকদের মানসম্মত সেবা দিতে নেটওয়ার্ক সম্প্রসারণে আমরা আমাদের বিনিয়োগ অব্যাহত রাখবে। ভবিষ্যতে গ্রামীণফোনের লাভজনক প্রবৃদ্ধির বিষয়ে আমরা আশাবাদী।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেটওয়ার্ক সম্প্রসারণ ও আধুনিকায়নে প্রথম প্রান্তিকে গ্রামীণফোন ৪ হাজার ২শ কোটি টাকা বিনিয়োগ করেছে। আধুনিয়কায়নের পাশাপাশি এ সময়ে গ্রামীণফোন দেশের বিভিন্ন স্থানে ৯২৬টি নতুন ফোরজি সাইট স্থাপন করছে। বর্তমানে গ্রামীণফোনে মোট নেটওয়ার্ক সাইটের সংখ্যা ১৫ হাজার ৯৩৯টি।  গ্রামীণফোন প্রথম প্রান্তিকে কর, ভ্যাট, ফি, ফোরজির লাইসেন্স ও স্পেকট্রাম এ ফি বাবদ ২০৩০ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে, যা একই সময়ে অর্জিত রাজস্বের ৫৮ দশমিক ১ শতাংশ।এর আগে, ২৩ এপ্রিল ২০১৯-এ গ্রামীণফোনের ২২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। অন্যান্য বিষয়ের পাশাপাশি সভায় শেয়ারহোল্ডাররা ২০১৮ সালের জন্য ২৮০ শতাংশ (১২৫ শতাংশ অর্ন্তবতীকালীন নগদ লভ্যাংশসহ) লভ্যাংশ অনুমোদন দিয়েছে।

সারাবাংলা/ইএইচটি/টিআর

গ্রামীণফোন গ্রাহক সংখ্যা রাজস্ব আয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর