Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হামলার আগে ৩ বার শ্রীলংকাকে সতর্ক করেছিল ভারত!


২৪ এপ্রিল ২০১৯ ১১:৪৬ | আপডেট: ২৪ এপ্রিল ২০১৯ ১৪:৫৫

ইস্টার সানডেতে হামলার বিষয়ে শ্রীলংকাকে তিনবার সতর্ক করেছিল ভারত। এমনকি হামলার কয়েক ঘণ্টা আগেও একটি সতর্কবার্তা পাঠিয়েছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা। সংশ্লিষ্ট গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস।

গত রোববার (২১ এপ্রিল) ইস্টার সানডেতে শ্রীলংকায় চার গির্জা, তিন হোটেল ও এক বাড়িতে বোমা হামলা চালানো হয়। হামলায় নিহত হয়েছেন অন্তত ৩৫৯ জন। আহত হয়েছেন আরও পাঁচ শতাধিক। মঙ্গলবার (২৩ এপ্রিল) হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। তবে তাদের দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি দলটি।

বিজ্ঞাপন

আরও পড়ুন- শ্রীলংকায় বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯, গ্রেফতার ৫৮

এদিকে, বুধবার (২৪ এপ্রিল) নাম না প্রকাশের শর্তে ভারতের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, শ্রীলংকায় প্রথম সতর্কতা পাঠানো হয় ৪ এপ্রিল। গত বছরের ডিসেম্বরে ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) আইএস বিষয়ক এক তদন্তের পর শ্রীলংকাকে সতর্ক করে। জানায়, দেশটির কট্টরপন্থি মুসলিম সংগঠন ন্যাশনাল তৌহিদ জামাত হামলা চালাতে পারে।

প্রথম সতর্কতায় ভারত জানায়, গির্জার পাশাপাশি কলম্বোতে অবস্থিত ভারতীয় হাই-কমিশনেও হামলা হতে পারে। দ্বিতীয় সতর্কতাটি পাঠানো হয় হামলার একদিন আগে। তাতে সম্ভাব্য টার্গেটগুলো সম্পর্কেও অবহিত করা হয় শ্রীলংকান কর্তৃপক্ষকে।

আরও পড়ুন- ‘শ্রীলংকায় আত্মঘাতী বোমা হামলায় জড়িতদের দুজন মুসলিম সহোদর’

আর তৃতীয় ও সর্বশেষ সতর্কতাটি পাঠানো হয় হামলার কয়েক ঘণ্টা আগে। এ বিষয়ে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, বহু বিশ্লেষণ ও কারিগরি পদ্ধতি অনুসরণের পর ওই হামলা সম্পর্কে তথ্য পাওয়া গিয়েছিল।

বিজ্ঞাপন

এদিকে, তথ্য পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন শ্রীলংকার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহ। তিনি বলেন, ভারত আমাদের তথ্য পাঠিয়েছিল। কিন্তু সে তথ্যের ভিত্তিতে পদক্ষেপ নিতে দেরি হয়েছে আমাদের। তথ্যগুলো যথাযথ জায়গায় পৌঁছেনি।

সারাবাংলা/আরএ

বোমা হামলা ভারত শ্রীলংকা সতর্কতা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর