Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬ হাজার কেজি মেয়াদ বাড়ানো নষ্ট খেজুরের প্যাকেট জব্দ


২৪ এপ্রিল ২০১৯ ০৫:০০ | আপডেট: ২৪ এপ্রিল ২০১৯ ১০:০৩

ঢাকা: রমজান মাসকে টার্গেট করে ৬ হাজার কেজি নষ্ট খেজুর জব্দ করেছে র‌্যাব। নষ্ট খেজুরগুলো দুই বছর মেয়াদ বাড়িয়ে প্যাকেটজাত করা হচ্ছিল। রাজধানীর মৌসুমি ট্রেডার্স ও মনির এন্টারপ্রাইজে র‌্যাবের ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এসব জব্দ করে এবং দুই প্রতিষ্ঠানের ছয়জনকে কারাদণ্ড প্রদান করে। সঙ্গে জরিমানা করা হয়েছে ৬৬ লাখ টাকা।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত চলা অভিযানে এসব মেয়াদ উত্তীর্ণ ও নষ্ট খেজুর জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। র‌্যাব-১০ ও বিএসটিআইয়ের কর্মকর্তারা অভিযানে সহযোগিতা করেন।

বিজ্ঞাপন

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম সারাবাংলাকে বলেন, ‘এসব নষ্ট খেজুর নতুন প্যাকেটজাত করে শহরের বাইরে বিশেষ করে গ্রামে সরবরাহ করা হচ্ছিল। সামনে রমজান  মাস থাকায় এসব খেজুর গ্রামে অনায়াসে চলে যেতো। কারাদণ্ডপ্রাপ্তরাও স্বীকার করেছে এসব খেজুর গ্রামের দিকেই বেশি পাঠানো হচ্ছিল। ’

সারওয়ার আলম আরও বলেন, ‘রাজধানীর বাদামতলীতে গত দুই বছর আগে খেজুরের একটি মানসম্মত ব্যবসায়িক প্রতিষ্ঠান মৌসুমি ট্রেডার্স গড়ে তোলেন একজন ব্যবসায়ী। গতবছর অভিযানে গিয়ে তাকে ধন্যবাদ দিয়ে আসি এবং আমি নিজে ৫ কেজি খেজুর কিনে নিয়ে আসি। কিন্তু আজ গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটি প্রচুর মেয়াদোত্তীর্ণ ও নষ্ট খেজুর নতুন প্যাকেটে ভরে বাজারজাত করছে। সেজন্য তাকে ৫০ লাখ টাকা জরিমানা এবং ৩ জনকে ২ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সাথে মনির এন্টারপ্রাইজ নামে আরেক প্রতিষ্ঠানকে একই অভিযোগে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই প্রতিষ্ঠানের ৩ জনকে ১ বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/পিএ

নষ্ট খেজুর রমজান র‍্যাব

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর