‘অ্যাকশন এইডের প্রতিবেদন অসঙ্গতিপূর্ণ, মিথ্যাচার করেছে টিআইবি’
২৪ এপ্রিল ২০১৯ ০২:১৭ | আপডেট: ২৪ এপ্রিল ২০১৯ ১০:৩০
ঢাকা: রানা প্লাজা নিয়ে অ্যাকশন এইডের প্রতিবেদন অসঙ্গতিপূর্ণ বলে মন্তব্য করেছেন পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র প্রেসিডেন্ট রুবানা হক। এছাড়া টিআইবি প্রকাশিত প্রতিবেদন নিয়েও মন্তব্য করেন তিনি। রুবানা হক বলেন, ‘পোশাক খাত নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে মালিকরা শ্রমিকদের দেখাশোনা করেন না, এটি নিছক মিথ্যাচার ছাড়া কিছু নয়।’
মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত সোয়া ১২টার দিকে জুরাইন কবরস্থানে রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের স্মরণে কবর জিয়ারত ও শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন রুবানা হক।
অ্যাকশন এইডের ওই প্রতিবেদন প্রসঙ্গে রুবানা হক বলেন, ‘প্রতিবছর রানা প্লাজা দুর্ঘটনার বর্ষপূর্তি যখন আসে ঠিক তখনই পোশাক খাত নিয়ে একটি করে রিপোর্ট প্রকাশ করে অ্যাকশন এইড। সারা বছর কেন করে না, তা বুঝি না। কাজেই পোশাক খাত নিয়ে কেউ কোনো ষড়যন্ত্র করছে কিনা সেদিকেও সজাগ থাকতে হবে।’
এ সময় রুবানা হকঅ্যাকশন এইডে’র প্রতিবেদন প্রসঙ্গে বলেন, ‘তাদের কাছে জানতে চাই কতজনের ওপর তারা জরিপ করেছে। ১৪০০ কোম্পানির মধ্যে মাত্র ২০০ কোম্পানির ওপর জরিপ করে এমন তথ্য প্রকাশ করা ঠিক না। ২০ ভাগ শ্রমিক কর্মক্ষমতা হারিয়েছে। অন্যদিকে টিআইবি বলছে, ২৬ ভাগ বেতন কমেছে। যা কোনোভাবেই কাম্য নয়। কারণ প্রতিবছর ৫ শতাংশ হারে বেতন বৃদ্ধি পেয়ে থাকে। কাজেই এসব আরও ভালো করে জানতে হবে। প্রতিবেদন আমরা ভালো করে অবজার্ভ করছি। এরপরই আমরা এ বিষয়ে জানাবো।’
টিআইবি ২৬টি প্রতিষ্ঠানকে ঋণ খেলাপি বলছে উল্লেখ করে রুবানা হক বলেন, ‘কারা ঋণ খেলাপি সেটি জানতে হবে। যারা ঋণ খেলাপি তারা হয়তো অনেক ছোট প্রতিষ্ঠান। আমরা বলতে চাই, ইচ্ছে করে যারা ঋণ খেলাপি রয়েছে, তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। আর যারা অনিচ্ছাকৃত ঋণ খেলাপি, আমরা তাদের পাশে সর্বশক্তি নিয়ে দাড়াবো।’
বিজিএমইএ এর প্রথম নারী প্রেসিডেন্ট আরও বলেন, ‘রানা প্লাজার পর আমরা ঘুরে দাঁড়িয়েছি। নতুন করে পোশাক খাত বিশ্বের বুকে জায়গা করে নিয়েছে। নতুন নতুন অভিজ্ঞতা হয়েছে। শ্রমিকদের কল্যাণে ও মানোন্নয়নে কাজ করা হচ্ছে। শ্রমিকদের জীবন মানের উন্নতি হয়েছে। ছোট ছোট ভুল যেখানে ছিল সেগুলোও এখন আর নেই। বিদেশি প্রেসক্রিপশনে নয়, নিজেদের উদ্যোগে পোশাক খাতে কাজ করা হবে। কীভাবে শ্রমিকদের কল্যাণ সাধিত হয়, ভবিষ্যতে সেই চিন্তা আরও বেশি করে করা হবে। শ্রমিকরা না থাকলেও আমরা চলতে পারব-এমনটা ভাবার একেবারই সুযোগ নেই।’
রানা প্লাজায় নিহত ও আহতদের পরিবারের জন্য নতুন করে করার কিছুই নেই। তবে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেদিকে নজর দিতে হবে। সবসময় এরকম ঘটনা রোধে সোচ্চার থাকবে বিজিএমইএ বলে জানান রুবানা হক।
২০১৩ সালের ২৪ এপ্রিল সকালে ৮টার দিকে সাভারে নয় তলা বিশিষ্ট পোশাক কারখানা রানা প্লাজা ধ্বসে পড়ে। এ ঘটনায় এক হাজার ১৭৫ জন শ্রমিক নিহত হয়। আহত হয় আরও দুই হাজারের মতো শ্রমিক। এ ঘটনায় কারখানাটির মালিক রানা গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। আদালতে চলছে বিচার কাজ।
সারাবাংলা/ইউজে/পিএ