Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদিতে সন্ত্রাসবাদে জড়িত থাকায় ৩৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর


২৩ এপ্রিল ২০১৯ ২০:১৭

রাষ্ট্রবিরোধী কাজ ও সন্ত্রাসী তৎপরতায় জড়িত থাকার অভিযোগে ৩৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (২৩ এপ্রিল) সৌদি গণমাধ্যমেও এই খবর নিশ্চিত করা হয়। শাস্তি পাওয়া সবাই সৌদি নাগরিক। খবর মিরর ইউকের।

এক টুইটার ঘোষণায় বলা হয়, মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সন্ত্রাসী সেল গঠন, নিরাপত্তা অস্থিতিশীল করা ও বিশৃঙ্খলার অভিযোগে এই শাস্তি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সৌদি আরবের মক্কা, মদিনা, রিয়াদসহ বিভিন্ন শহরে অভিযুক্তদের এই শাস্তি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ‘শ্রীলংকায় আত্মঘাতী বোমা হামলায় জড়িতদের দুজন মুসলিম সহোদর’

মৃত্যুদণ্ড হিসেবে সৌদি সংস্কৃতিতে শিরশ্ছেদ প্রচলিত থাকলেও। এবার কিভাবে অভিযুক্ত অপরাধীদের শাস্তি দেওয়া হলো তা নিশ্চিত হওয়া যায়নি।

বিশ্বে মৃত্যুদণ্ডে দণ্ডিতের হারে সবচেয়ে এগিয়ে ইরান তারপর চীন এবং তৃতীয় সৌদি আরব। ইরান ২০১৮ সালে ২৮৫ জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিল। অপরদিকে চীনে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয় ২৪৯ জনকে।

সারাবাংলা/এনএইচ

মৃত্যুদণ্ড কার্যকর সৌদি আরব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর