Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রূপালি ব্যাংকের সমঝোতা চুক্তি


২৩ এপ্রিল ২০১৯ ১৯:৫৭ | আপডেট: ২৩ এপ্রিল ২০১৯ ১৯:৫৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)-এর সঙ্গে রুপালি ব্যাংকের শিওর ক্যাশের মধ্যে এক সমঝোতা চুক্তি হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনলাইনে বিভিন্ন ফি জমা দিতে পারবেন।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ এবং রূপালী ব্যাংক শিওরক্যাশ-এর পক্ষে বিবিরহাট করপোরেট শাখার রূপালী ব্যাংকের ব্যবস্থাপক মো. অলিউল্লাহ চুক্তিতে স্বাক্ষর করেন।

বিজ্ঞাপন

এসময় উপাচার্য বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ নির্মাণে চবি প্রশাসন দৃঢ় প্রত্যয়ে কাজ করে যাচ্ছে। রুপালি ব্যাংক শিওর ক্যাশ ও উপস্থিত সকলকে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান।

এছাড়াও উপস্থিত ছিলেন, চবি সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহামেদ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. হানিফ সিদ্দিকী, শিওরক্যাশ-এর ভিপি সোহেল আহমেদ, সহকারী ব্যবস্থাপক শেখ মো. সালাউদ্দিন, এরিয়া সেলস ম্যানেজার জোবাইল আল মাহমুদ, টেরিটোরি ম্যানেজার রাজিব মজুমদার এবং এক্সিকিউটিভ অফিসার মো. মিজানুর রহমান ডালিম।

সারাবাংলা/সিসি/এমআই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি রূপালি ব্যাংক