ক্রাইস্টচার্চ হামলায় ভুক্তভোগীদের স্থায়ী নাগরিকত্ব দেওয়া হবে
২৩ এপ্রিল ২০১৯ ১৮:৫৬ | আপডেট: ২৩ এপ্রিল ২০১৯ ১৯:৩৭
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নূর মসজিদ ও লিনউড মসজিদে বন্দুক-হামলার ঘটনায় যারা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের স্থায়ী নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেদেশের সরকার। এছাড়া, হামলায় ভুক্তভোগীদের অতি নিকট-আত্মীয়রাও এই সুবিধা পেতে পারেন বলে জানিয়েছে নিউজিল্যান্ডের অভিবাসন মন্ত্রী ইয়ান লেস-গেলওয়ে। মঙ্গলবার (২৩ এপ্রিল) এই ঘোষণা দেন তিনি। খবর দ্য নিউইয়র্ক টাইমসের।
ক্রাইস্টচার্চ হামলায় আক্রান্ত ও পরিবারের সদস্য মিলিয়ে মোট ১৯০ জনকে বিশেষ সুবিধায় স্থায়ী নাগরিকত্ব দেওয়ার পরিকল্পনা নিয়েছে নিউজিল্যান্ড সরকার। এদের অনেকেই অস্থায়ী ভিসায় নিউজিল্যান্ডে পড়াশোনা অথবা কাজের খোঁজে এসেছেন।
আরও পড়ুন: ক্রাইস্টচার্চের সন্ত্রাসী হামলায় প্রাণ গেল যাদের
আরও পড়ুন: ‘শ্রীলংকায় বোমা হামলা ক্রাইস্টচার্চ হামলার প্রতিশোধ’
অভিবাসন মন্ত্রী ইয়ান লেস-গেলওয়ে বলেন, হামলার ভয়াবহতার কারণে সরকারের সহায়তা তাদের প্রয়োজন। তাদের শারীরিক ও মানসিক ক্ষতি হয়েছে।
স্থায়ী নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে হামলার সময় কারা মসজিদ দুটিতে অবস্থান করেছেন তা যাচাই-বাছাই করতে পুলিশের তথ্য উপাত্তের সাহায্য নেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির কর্তৃপক্ষ।
সারাবাংলা/এনএইচ