হলফনামায় তথ্য গোপন: ঝিনাইদহ ৪-এর সাবেক এমপিকে দুদকের জিজ্ঞাসাবাদ
২৩ এপ্রিল ২০১৯ ১৭:০২ | আপডেট: ২৩ এপ্রিল ২০১৯ ১৭:১৫
ঢাকা: তথ্য গোপন করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হলফনামা দাখিলের অভিযোগে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য (এমপি) মো. শহিদুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার ( ২৩ এপ্রিল) বিকেলে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।
তিনি জানান, সকাল সাড়ে ১০টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করেন কমিশনের সহকারী পরিচালক মেফতাউল জান্নাত।
সারাবাংলা/এসজে/টিআর
ঝিনাইদহ-৪ তথ্য গোপন বিএনপির সাবেক এমপি মো. শহিদুজ্জামান হলফনামায় তথ্য গোপন