মাগুরায় ভারতীয় নাগরিক খুন
২৭ জানুয়ারি ২০১৮ ১১:৩৪ | আপডেট: ২৭ জানুয়ারি ২০১৮ ১২:০৩
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
মাগুরা: মাগুরায় ভারতীয় এক নাগরিক খুন হয়েছেন। তার নাম গৌতম ভট্টাচার্য (৩৫)। এ ঘটনায় জনি নামে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সকালে মাগুরা শহরের নতুন বাজার এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রথমে ওই মরদেহের পরিচয় অজ্ঞাত থাকলেও পরে পুলিশ পরিচয় নিশ্চিত করে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, মরদেহটি এক ভারতীয় নাগরিকের। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে।
তিনি বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় জনি ছাড়াও আরেকজন জড়িত, তাকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে।
সারাবাংলা/টিএম/এনএস