পটিয়ায় বাসের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত
২৭ জানুয়ারি ২০১৮ ১০:৪১ | আপডেট: ২৭ জানুয়ারি ২০১৮ ১২:৩২
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
চট্টগ্রাম: জেলার পটিয়ায় বাসের সঙ্গে সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানা পুলিশ।
পটিয়া উপজেলার আল্লাই কাগজিপাড়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন- চট্টগ্রাম নগরীর দেওয়ানহাটের মাহবুবুর রহমান (৪৫) ও আগ্রাবাদের মোজাম্মেল হক লিটন (৩৬)।
পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ মোশাররফ হোসেন জানান, সকালে পটিয়ার আল্লাই কাগজিপাড়াতে চট্টগ্রামগামী বাসের সঙ্গে কক্সবাজারগামী মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সারাবাংলা/টিএম