Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ দফা দাবিতে ৭ কলেজের শিক্ষার্থীদের নীলক্ষেত মোড় অবরোধ


২৩ এপ্রিল ২০১৯ ১৩:১১ | আপডেট: ২৩ এপ্রিল ২০১৯ ১৩:৪৬

ঢাকা: ফের সড়কে নেমেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। পাঁচ দফা দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে রেখেছেন তারা।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১০টা থেকে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন সাত কলেজের শিক্ষার্থীরা। তারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো— পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে ত্রুটিমুক্ত ফলাফলসহ প্রকাশসহ একটি বর্ষের সব বিভাগের ফল একসঙ্গে প্রকাশ করতে হবে; ডিগ্রি, অনার্স ও মাস্টার্সের সব বর্ষের ফলে গণহারে অকৃতকার্য হওয়ার কারণ প্রকাশসহ খাতার পুনর্মূল্যায়ন করতে হবে; সাত কলেজ পরিচালনার জন্য স্বতন্ত্র প্রশাসনিক ভবন রাখতে হবে; প্রতিমাসে প্রতিটি বিভাগে প্রতি কলেজে দুই দিন করে মোট ১৪ দিন ঢাবি শিক্ষকদের ক্লাস নিতে হবে এবং সেশনজট নিরসনের লক্ষ্যে অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশসহ ক্র্যাশ প্রোগ্রাম চালু করতে হবে।

সারাবাংলা/কেকে/জেএএম

৫ দফা দাবি ৭ কলেজ অবরোধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর