সরকারের প্রথম ১০০ দিন উদ্যোগহীন, উচ্ছ্বাসহীন: সিপিডি
২৩ এপ্রিল ২০১৯ ১২:৪৪ | আপডেট: ২৩ এপ্রিল ২০১৯ ১৬:৩৮
ঢাকা: সরকারের প্রথম ১০০ দিনকে উদ্যোগহীন, উৎসাহহীন ও উচ্ছ্বাসহীন বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। একইসঙ্গে এই ১০০ দিনকে উদ্যমহীন বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বর্তমান সরকারের প্রথম ১০০ দিন পর্যালোচনা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ড. দেবোপ্রিয়। এ সময় সিপিডির সম্মানিত ফেলো ড. মোস্তাফিজুর রজমান, সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন উপস্থিত ছিলেন।
দেবপ্রিয় ভট্টচার্য বলেন, ‘একটি সরকার যখন নতুনভাবে ক্ষমতায় আসে। তখন সে বিগত সময়ের বিভিন্ন অভিজ্ঞতাকে ধারণ করে, পর্যলোচনা করে, নতুন ধরনের উদ্যোগ নেয়। সেই উদ্যোগের প্রারম্ভিক ভিত্তি হলো তার নির্বাচনি প্রতিশ্রুতি। আওয়ামী লীগ সরকারের গত নির্বাচনি ইশতিহার ছিল সব দলের নির্বাচনি ইশতিহারের চেয়ে ভালো।’
একটি সরকার নতুনভাবে ক্ষমতায় আসার পর তার শুরুটা কি রকম হয় তা দেখতে তারা সরকারের প্রথম ১০০ দিনের সার্বিক মূল্যায়ন করেছেন বলে জানান সিপিডির সম্মানিত ফেলো। তিনি বলেন, ‘আমাদের সার্বিক মূল্যায়ন হচ্ছে, একটি উৎসাহহীন, উদ্যোগহীন, উচ্ছ্বাসহীন এবং একইসঙ্গে আমরা একটি উদ্যমহীন ১০০ দিন দেখেছি। অথচ আমরা আশা করেছিলাম প্রথম ১০০ দিনে একটি বড় ধরনের উত্থান হবে। সেটা আমরা লক্ষ্য করিনি। বরং আমরা দেখেছি ধারাবাহিকতার গতানুগতিকতা।’
ড. দেবপ্রিয় বলেন, ‘গত ৫ বছরে সরকার অনেক ভালো পদক্ষেপ নিয়েছে। কিন্তু গত ১০০ দিনে নতুনভাবে আমরা নতুন কিছু লক্ষ্য করি নাই। বরং যে ধরনের উদ্যোগ আমরা দেখেছি সে ধরনের উদ্যোগ অনেক ক্ষেত্রে মিশ্র ইঙ্গিত দিচ্ছে। সেটা হলো কর ছাড় দেওয়া হচ্ছে, আমরা দেখছি সুদের ক্ষেত্রে বড় ধরনের সুবিধা দেওয়া হচ্ছে। এগুলোর ফলে বিনিয়োগ পরিবেশ খুব বেশি উন্নত হবে, সেটাও আমরা মনে করি না। মনে হয় যেন, কোথায় সরকারকে একটি প্রতীত গোষ্ঠি যেন করায়ত্ব করে নীতিনির্ধারণ করছে। উন্নয়নের যে ধারণা তার সাথে নীতি প্রণয়নের এই ধারণার মধ্যে অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে। এইসব ক্ষেত্রে জনপ্রতিনিধিদের যে ভূমিকা তা দেখা যাচ্ছে না।’
সরকারের আগের সময়ে বাংলাদেশের অর্থনীতিতে উন্নয়নের ধারাবাহিকতায় যে সমস্ত কাঠামোগত সংস্কার দরকার ছিল সেগুলো কিছুই হয়নি উল্লেখ করে সিপিডির ফেলো বলেন, ‘এই ১০০ দিনে আমরা আশা করেছিলাম এই ধরনের অসঙ্গতিগুলো দূর করার জন্য দৃশ্যমান উদ্যোগ এবং সর্তকতা নেওয়া হবে। কিন্তু সে বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।’
এখন থেকে শুরু করে বাজেট প্রকাশ পর্যন্ত সরকারকে বাস্তবমুখী কিছু পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
সারাবাংলা/জিএস/এসএমএন