রোজী আফসারী জন্মদিনে গুগলের ডুডল
২৩ এপ্রিল ২০১৯ ০১:৫২ | আপডেট: ২৩ এপ্রিল ২০১৯ ১১:৪২
ঢাকা: অভিনেত্রী রোজি আফসারীর জন্মদিনে ডুডল প্রকাশ করেছে গুগল। মঙ্গলবার (২৩ এপ্রিল) দেশের প্রখ্যাত এই অভিনেত্রীর ৭৩তম জন্মদিন। রোজি আফসারীর আসল নাম শামীমা আক্তার রোজী। তিনি ১৯৪৯ সালের ২৩ এপ্রিল লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন।
বরেণ্য এই অভিনেত্রী ১৯৬২ সালে অভিনয় শুরু করেন এবং ২০০৫ সালে তার সর্বশেষ চলচ্চিত্র মুক্তি পায়। সবমিলিয়ে প্রায় ৩৭ বছরের অভিনয় জীবন।
রোজি আফসারী অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে সূর্য গ্রহণ, সূর্য সংগ্রাম, জীবন থেকে নেওয়া, তিতাস একটি নদীর নাম।
১৯৬২ সালে আব্দুল জব্বার খান পরিচালিত জোয়ার এলো দিয়ে শুরু তার সিনেমায় কাজ করা। তবে প্রথম খ্যাতি অর্জন করেন নারায়ণ ঘোষ মিতা পরিচালিত আলোর মিছিল চলচ্চিত্রে অভিনয় করে। প্রায় ৪ দশকের অভিনয় জীবনে তিনি প্রায় ৩৫০টি ছবিতে অভিনয় করেন। এর মধ্যে পাকিস্তানের ‘জাগে হুয়া সাবেরা’, ‘পুনম কি রাত’সহ প্রায় ২৫টি উর্দু ছবিও আছে।
রোজি আফসারীর স্বামী মালেক আফসারী। তিনিও দেশের নামকরা চলচ্চিত্র পরিচালক। বর্তমানে তিনি পাসওয়ার্ড নামের একটি সিনেমা নির্মাণে ব্যস্ত রয়েছেন।
২০০৭ সালে মাত্র ৫৭ বছর বয়সে তিনি মারা যান।
সারাবাংলা/পিএ/পিএম