জায়ানের মরদেহ দেশে আসছে বুধবার
২২ এপ্রিল ২০১৯ ২১:০৪ | আপডেট: ২২ এপ্রিল ২০১৯ ২৩:২৩
ঢাকা: শ্রীলংকায় বোমা হামলায় নিহত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর মরদেহ বুধবার বাংলাদেশে নিয়ে আসা হবে।
সোমবার (২২ এপ্রিল) দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ সারাবাংলাকে এই তথ্য জানিয়েছেন। এদিন শেখ ফজলুল করিম সেলিমের বাসায় যান তিনি।
মাহবুবউল আলম হানিফ বলেন, ‘জায়ানের মরদেহ দেশে ফিরিয়ে আনার সব আনুষ্ঠানিকতা আজ সম্পন্ন করা সম্ভব হয়নি। তাই মঙ্গলবারের পরিবর্তে বুধবার (২৪ এপ্রিল) সকালে তার মরদেহ আনা হবে। সকাল সাড়ে ১১টায় নাগাদ মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।’
তিনি আরও বলেন, ‘বিমানবন্দর থেকে জায়ানের মরদেহ বনানী ২ নম্বর রোডের বাড়িতে নেওয়া হবে। এরপর চেয়ারম্যান বাড়ি মাঠে তার নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।’
সারাবাংলা/এসবি/এটি
আওয়ামী লীগ জায়ান চৌধুরী মাহবুবউল আলম হানিফ শ্রীলংকায় বোমা হামলা