Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২, আহত চার


২২ এপ্রিল ২০১৯ ১৩:২৯ | আপডেট: ২২ এপ্রিল ২০১৯ ২৩:২৫

ঢাকা: নারায়ণগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুজন নিহত ও চার জন গুরুতর দগ্ধ হয়েছেন। রোববার (২১ এপ্রিল) দিনগত রাত পৌনে ৩টার দুর্ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা ভোর পাঁচটার দিকে দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন রকিব (২৫) শামিম (৩০)। এছাড়া দগ্ধদের মধ্যে আছেন লিয়াকত (৩৬), আরিফুল (৩০), হজরত আলী (৩০) ও তরিকুল ইসলাম (৩২)।  তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেশি বায়োজীদ জানায়, তাদের বাসা ভুলতা গাউছিয়া সাওঘাট এলাকায়। তারা ছয় জন মিলে একটি দুই তলা ভবনের নিচ তলায় ফ্লাট ভাড়া নিয়ে থাকতেন। তিনি আরও জানান, রাতে সেহেরী খেতে বাইরে গেলে ওই বাসা থেকে বিকট শব্দ শুনতে পান। পরে সেখানে গিয়ে দেখেন ভবনের ছাদসহ একাংশ ভেঙে পড়েছে। ছয়জনই আহত অবস্থায় পড়ে আছে। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ভোরে দগ্ধ অবস্থায় ছয়জন রোগী আসে। তাদের মধ্যে দুজন মারা গেছেন বাকি চারজন গুরুতর দগ্ধ।

সারাবাংলা/এসএসআর/এমআই

নারায়ণগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর