ইউক্রেইনে নতুন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন কমেডিয়ান
২২ এপ্রিল ২০১৯ ১১:৫২ | আপডেট: ২২ এপ্রিল ২০১৯ ১২:২৬
ইউক্রেইন শাসন করতে চলেছেন কাল্পনিক প্রেসিডেন্টের চরিত্রে অভিনয় করা কমেডিয়ান ভোলোদিমির জেলেনস্কি। রোববার (২১ এপ্রিল) দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে সত্যিকারের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি। বুথ ফেরত জরিপের বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি।
নির্বাচনের প্রথম দফায়ই এগিয়ে ছিলেন জেলেনস্কি। কিন্তু পর্যাপ্ত ভোট না পাওয়ায় নির্বাচন দ্বিতীয় ধাপে গড়ায়। এই ধাপে ৭০ শতাংশেরও বেশি ভোট পেয়ে ইউক্রেইনের সর্বোচ্চ ক্ষমতাধারী ব্যক্তি হিসেবে নির্বাচিত হন তিনি।
এদিকে, পরাজয় স্বীকার করে নিয়েছেন দেশটির ক্ষমতাসীন প্রেসিডেন্ট পেত্রো পোরোশেনকো।
রোববার এক ভাষণে জেলেনস্কি বলেন, আমি আপনাদের আশাহত করবো না। আমি এখনো আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হইনি। কিন্তু ইউক্রেইনের একজন নাগরিক হিসেবে আমি সোভিয়েত ইউনিয়ন যুগের আগের সকল দেশকে বলতে পারি: আমাদের দেখুন। সবকিছুই সম্ভব।
বুথ ফেরত জরিপগুলো যদি সঠিক হয়, তাহলে আগামী পাঁচ বছর ইউক্রেইনের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির দায়িত্ব পালন করবেন জেলেনস্কি।
উল্লেখ্য, জেলেনস্কি পরিচিত লাভ করেন সার্ভেন্ট অব দ্য পিপল নামে হাস্যরসাত্মক এক টিভি অনুষ্ঠানে ইউক্রেইনের প্রেসিডেন্টের অভিনয় করে।
ইউক্রেইনে দেশটির নিরাপত্তা, প্রতিরক্ষা ও পররাষ্ট্র নীতিমালার ওপর প্রেসিডেন্টের বিস্তর প্রভাব রয়েছে।
সারাবাংলা/আরএ