নির্বাচন সামনে, ‘গা ঝাড়া’ দিয়ে ওঠার তাগিদ মেয়রের
২১ এপ্রিল ২০১৯ ২০:২০ | আপডেট: ২১ এপ্রিল ২০১৯ ২০:২৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন ঘনিয়ে আসায় উন্নয়ন কাজ জোরদারের তাগিদ দিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের ‘ঔপনিবেশিক মানসিকতা’ ছেড়ে মাঠে যাওয়ার নির্দেশ দিয়েছেন মেয়র। আর কাউন্সিলরদের বলেছেন ‘গা ঝাড়া’ দিয়ে নিজ নিজ ওয়ার্ডে আরো সক্রিয় হতে।
রোববার (২১ এপ্রিল) চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪৫তম মাসিক সাধারণ সভায় মেয়র এসব কথা বলেছেন। নগর ভবনের কে বি আবদুচ ছাত্তার মিলনায়তনে এই সভা হয়।
সভায় কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে মেয়র বলেন, ‘অফিসে বসে চাকরি করার ঔপনিবেশিক মানসিকতা ছাড়ুন। সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে, মাঠে যান। নির্বাচনের আর মাত্র একবছর বাকি। নির্বাচনের সময় আমাদের কাজের ফলাফল জানতে চাইবে নগরবাসী। তারা প্রশ্ন করলে আমাদের উত্তর দিতে হবে।’
প্রকৌশলীদের উদ্দেশে মেয়র বলেন, ‘অফিসে বসে কাজ করার মানসিকতা ছেড়ে মাঠে যান। যেসব প্রকল্প চলমান আছে একবছরের মধ্যে সেগুলোর শতভাগ বাস্তবায়ন চাই। এতে কোনো গাফেলতি সহ্য করা হবে না। অনেক হয়েছে, আর নয়। এবার কাজ বুঝে নেওয়ার পালা। তত্ত্বাবধায়ক প্রকৌশলীদের কাছ থেকে প্রকল্পের কাজ নির্বাচনের আগে আমি কড়ায়-গণ্ডায় বুঝে নেব।’
কাউন্সিলরদের উদ্দেশে মেয়র বলেন, ‘আপনাদেরও মাঠে থাকতে হবে। জনপ্রতিনিধিরা তৎপর হলে কর্মকর্তা-কর্মচারীরা তৎপর না হয়ে পারে না। আরও একবছর সময় আছে। নতুন নতুন প্রকল্প তৈরি করুন। একটি ওয়ার্ডও যেন পিছিয়ে না থাকে। দায়িত্ব নিয়ে নগরবাসীর জন্য কাজ করুন।’
২০১৫ সালের ২৮ এপ্রিল অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে জিতে মেয়র হয়েছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। ২০২০ সালের জুলাইয়ে বর্তমান মেয়রের মেয়াদ শেষ হবে। একই বছরের ফেব্রুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে সিটি করপোরেশনের নির্বাচন হওয়ার কথা রয়েছে।
সভায় চসিকের কাউন্সিলর, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস, নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার, প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদসহ ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/আরডি/এমও